মো. আানিছুল করিম, বিশেষ প্রতিনিধি, গাইবান্ধা >>
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলার প্রধান সড়কে ১০ম ও ১১ তম গ্রেডসহ ৭ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকগণ মানব বন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করেছে।বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ মানববন্ধনে উপজেলার শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন।১ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ মানব বন্ধনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, প্রধান শিক্ষক কমলাকান্ত বসুনিয়া, জহুরুল ইসলাম (লাল), মাসুদুর রহমান, আব্দুল আউয়াল ও সমাজ সেবক সাদেকুল ইসলাম দুলালসহ অনেকে বক্তৃতা দেন| বক্তারা সারা দেশের প্রাথমিক প্রধান শিক্ষকদের ১০ম এবং সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেডসহ ৭ দফা দাবি অতি দ্রত মেনে নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।উপজেলার প্রধান সড়কে মানব বন্ধন শেষে শিক্ষকগণ উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলীর নিকট স্বারকলিপি প্রদান করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।