শেখ মোঃ সাইফুল ইসলাম (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জের বেকাটারী আদর্শ উচ্চ বিদ্যালয়সহ প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা মিলিয়ে কমপক্ষে একহাজার শিক্ষার্থীর যোগাযোগের ব্যবস্থা অসন্তুষজনক হওয়ায় ১/২ কিলোমিটার কাচা রাস্তা পাকা করণের দাবিতে ছাত্র/ছাত্রীসহ এলাকাবাসি মানববন্ধন করেছে। শনিবার উপজেলা রামজীবন ইউনিয়নের বেকাটারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের রাস্তার উপর ছাত্র/ছাত্রী মানববন্ধন করেছেন। এ মানব- বন্ধনে বিদ্যালয়ের রাস্তাটি পাকা করণের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন রামজীবন ইউপি সদস্য আবু বক্কর সিদ্দীক, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুল হক, সহকারী শিক্ষক মাজেদা বেগম, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি নাজির হোসেন, হিরু মিয়া, আহাদ আলী প্রমূখ। রাস্তাটি পাকা না হওয়ায় শিক্ষাজীবন থেকে পিছিয়ে পড়ছে শত শত শিক্ষার্থী। তাই শিক্ষা জীবন থেকে বিপন্ন না হওয়ার জন্য রাস্তাটি পাকা করণের দাবি তুলে ধরে মাননীয় শিক্ষা মন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসি ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।