ক্রাইম পেট্রোল ২৪ ডেস্ক:
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকাসক্ত অষ্টম শ্রেণির ৫ শিক্ষার্থীকে নিয়ে চরম বিপাকে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষকগণ।
বিভিন্ন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার টিফিন প্রিয়ডে সুন্দরগঞ্জ পৌর শহরে অবস্থিত একটি বালক উচ্চ বিদ্যালয়ের পাশে বসে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ৫ শিক্ষার্থী মিলে প্রতিদিনের ন্যায় মাদকদ্রব্য সেবন করছিল। বিষয়টি জানতে পেয়ে ওই ৫ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে ব্যবস্থা নেয়ার জন্য তাদের অভিভাবককে আহবান জানানো হয়েছে। একাধিক সূত্র জানায়, ওই ৫ শিক্ষার্থীর মাদকদ্রব্য সেবনে নেতৃত্বদানকারী শিক্ষার্থী তার পারিবারিকভাবেই মাদকদ্রব্য কারবারে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে মোবাইলফোনে কথা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, মাদকাসক্ত ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তাদের অভিভাবককে বিদ্যালয়ে অফিস চলাকালে আসার জন্য আহবান জানান হয়েছে। এজন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অপেক্ষামাত্র।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।