মো. আানিছুল করিম, বিশেষ প্রতিনিধি, গাইবান্ধা >>
গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে রাজস্ব খাতের আওতায় ২০১৯/২০ অর্থ বছরের প্রণোদনার সার ও বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সোলেমান আলী, কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফরিদুল হক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন প্রমুখ। অপরদিকে, বিকেলে একই স্থানে ঢাকাস্থ বৃহত্তর রংপুর সমিতির অর্থায়নে ১০০ জন কৃষকের মাঝে ৫০ কেজি করে ইউরিয়া সার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সোলেমান আলী, কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফরিদুল হক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন ও সমিতির সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর রুপমসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।