শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের বনভাসি মানুষেরা ত্রাণ সংকটে ভুগছে। উপজেলার বানভাসি এলাকাগুলো পরিদর্শনকালে এমন চিত্রই দেখা গেছে ।
এখনো অনেক পরিবার ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত রয়েছেন ।
পাশাপাশি গো খাদ্যের ব্যবস্থা না থাকায় ব্যাপক সমস্যায় পড়েছেন ওই সকল বানভাসি মানুষ ।
গতকাল বিকালে এ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পোড়ার চর নামক এলাকা, হরিপুর ইউনিয়নসহ বেশ কয়টি এলাকা ঘুরে দেখা গেছে, খাদ্যের ব্যাপক তীব্র সংকট ওই সকল এলাকায় ।
উজান থেকে নেমে আসা ঢলে প্রথম পর্যায়ে প্লাবিত হয়ে, মাঝখানে পানি কমতে দেখা গেলেও কয়েক দিনের মধ্যে আবারও দ্বিতীয় বারের মত প্লাবিত হয় ।
নতুন করে তৃতীয় বার ভয়াবহ বন্যায় পরিণত হয় গাইবান্ধা জেলার ৪ টি উপজেলা- সুন্দরগঞ্জ, ফুলছড়ী, সাহাঘাটা ও গোবিন্দগঞ্জ। এই সকল উপজেলার কয়েক লক্ষ মানুষ এখন পানিবন্দি হয়ে পড়েছেন ।
সেই সঙ্গে পানিবন্দি মানুষ জীবন জীবিকার জন্য বাঁধ গুলোতে আশ্রয় নিয়েছে। কিন্তু এসব মানুষের খাদ্য সংকটের পাশাপাশি মহা বিপাকে পড়েছেন গো খাদ্য নিয়ে ।
প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন বন্যার্তদের খোঁজ -খবর নেওয়াসহ ত্রাণ সহায়তা দিলেও পরিমাণ মতো পাচ্ছেন না ।
এমনকি অনেকে ত্রাণ সহায়তা একেবারেই পাচ্ছেন না।
আবার কেউ কেউ ত্রাণ সহায়তা একের পর এক পেয়েই যাচ্ছেন ।
সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পোড়ার চর ও কাজিয়ার চর নামক এলাকায় ২ থেকে ৩ শত পানিবন্দি পরিবারের জন্য ত্রাণ সামগ্রী খুুুুবই জরুরি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।