ক্রাইম পেট্রোল ২৪ ডেস্ক:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় রোববার সকালে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর এর আয়োজনে এবং ইউএনও সোলেমান আলীর সভাপতিত্বে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন স্থানীয় সাংসদ ও জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এ সময় আরও বক্তৃতা দেন উপজেলা সমাজসেবা অফিসার (সাধারণ দায়িত্ব) মানিক চন্দ্র রায় ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল প্রমৃখ। আলোচনা সভা শেষে চুয়াত্তর জনকে পাঁচ হাজার টাকার করে চেক বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।