শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মোকছেদ আল মামুন জমাজমি সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশির হামলায় স্বপরিবারে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ৫মে ২০২০রোজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামে এ ঘটনা ঘটে। মোকছেদ আল মামুন ওই গ্রামের মৃত শাহানুর মিয়ার ছেলে।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, মোকছেদ আল মামুনের পৈত্রিক সম্পদ বাস্তভিটার কিছু জমি অনৈতিকভাবে দাবি করে আসছিলেন প্রতিবেশি আঃ সামাদ মিয়া । সামাদ সম্পর্কে মোকছেদ আল মামুনের জেঠা, জেঠির এ অনৈতিক দাবি মেনে না নেয়ায় তার ওপর সামাদ গংরা চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন । এরই জের ধরে মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে মোকছেদ আল মামুনকে অতর্কিতভাবে হামলা করে এলোপাতারি মারপিট করেন । এসময় মামুনকে বাঁচাতে তার মা, স্ত্রী ও ছোটবোন এগিয়ে গেলে তাদেরকেও মারপিট করেন। তারা এখন সপরিবারে গুরুতর আহত হয়ে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন । আহতরা হচ্ছেন মোকছেদ আল মামুন,তার ছোট বোন ছানিয়া আকতার, স্ত্রী ইসরাত জাহান ও মা মনোয়ারা বেগম। এদের মধ্যে মনোয়ারা বেগম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকিরা হাসপাতালে ভর্তি হয়েছেন। মোকছেদ আল মামুনের পরিবারের ওপর হামলা করে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা রিপোটার্স ক্লাবের সাবেক তথ্যপ্রযুতি বিষয়ক সম্পাদক ও পীরগঞ্জ উপজেলা সাংবাদিক কল্যাণ সোসাইটির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ সাইফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ । সেই সাথে আইন প্রয়োগকারী সংস্থাকে যথাযথ ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানিয়েছেন সাংবাদিকবৃন্দ । এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার না পাওয়া গেলে মানববন্ধন করা হবে বলেও জানান সাংবাদিকবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।