ক্রাইম পেট্রোল ২৪ ডেস্ক:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ২নং ওয়ার্ড কিশামত সর্বানন্দ গ্রামের বাসিন্দা পিতা হারুন ওরফে হারুন অর রশিদ এবং মাতা মোছা: মমতাজ বেগমের পুত্র আল মুজাহীদ।
আল মুজাহিদ এর বাবা একজন দিনমজুর, মা একজন গৃহিণী, ঝি এর কাজও করেন।হতদরিদ্র পরিবারের সন্তান আল-মুজাহিদ জন্মগত ভাবে হাত পা অপূর্ণ/ বিকলাঙ্গ । জন্মের পর মায়ের দুধ মোটেও পান করে নাই। এজন্য বাহিরের শিশুখাদ্য সংগ্রহে হতদরিদ্র এই বাবা মাকে অনেক কষ্ট করতে হয়েছে। কোন সময় নিজেরা উপবাস থেকে টাকা বাঁচিয়ে ঐ টাকা দিয়ে শিশুখাদ্য সংগ্রহ করেছে ।আল মুজাহিদের মায়ের ভাষ্য- ছেলের একটা প্রতিবন্ধি ভাতার কার্ড করানোর জন্য ইউপি চেয়ারম্যান মাহবুবার রহমান ও ওয়ার্ড মেম্বার জিয়াউর রহমানের নিকট দীর্ঘদিন ধর্ণা দিয়েছেন , পিছে পিছে অনেক ঘুরেছেন। তবুও কার্ড হয় নাই ।আল মুজাহিদ এর বাবা হারুন ওরফে হারুন অর রশিদ ও মাতা মমতাজ বেগম তাদের সন্তানের বেড়ে উঠা, ভরণ-পোষণ ইত্যাকার বিষয় নিয়ে চোখে সরিষা ফুল দেখছেন ।
সন্তানের ভবিষ্যত নিয়ে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, এমপি মহোদয় , মানবাধিকার কর্মী ও সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেছেন ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।