অনলাইন ডেস্কঃ সুনামগঞ্জে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ২১০০ কেজি ভারতীয় আতব চাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
শনিবার জব্দকৃত চাল সুনামগঞ্জ কাস্টমসে জমা দেয়া হয়েছে।
২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম আর্টিলারি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে সমঝোতা করে তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের এপারের একদল চোরাচালানি বিপুল পরিমাণ ভারতীয় চাল অভিনব কায়দায় বস্তা বদল করে।
পরে উপজেলার বাদাঘাট বাজারে নিয়ে আসার পথে বিজিবির নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বালিয়াঘাট বিওপির বিজিবির টহল দল লালঘাট এলাকায় শুক্রবার রাতে ওই চালানটি আটক করে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।