ক্রাইম পেট্রোল ডেস্ক : সুনামগঞ্জ জেলা শহরে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করার সময় ভেজাল ফল ব্যবসায়ীরা সুনামগঞ্জের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখে।
বুধবার বেলা ৩টার দিকে শহরের আলফাত স্কয়ার এলাকায় ফলবাজারে ভেজালবিরোধী অভিযান চালানোর সময় অবরোধের মুখে পড়েন তিনি। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায় , জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ সুনামগঞ্জ ফলবাজারে ভেজালবিরোধী অভিযানে নামেন। এ সময় কয়েকজন ফল ব্যবসায়ীকে জরিমানা করে তাদের ক্যামিক্যাল ও ফরমালিনযুক্ত ফল ধ্বংসের নির্দেশ দেন। এ সময় অন্য ব্যবসায়ীরাও জড়ো হয়ে দ্রুত দোকান বন্ধ করে ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। ভেজালবিরোধী অভিযানের প্রতিবাদে ফল ব্যবায়ীরা দোকানপাট বন্ধ করে বিক্ষোভও করেন।
সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ফলবাজারে ভেজালবিরোধী অভিযানে কিছু মাল ধ্বংস ও জরিমানা করলে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। আমরা গিয়ে পরিস্থিতি শান্ত করি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ বলেন, আমরা ভেজালবিরোধী অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছিলাম। তবে কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।