আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
গত ৯ সেপ্টেম্বর (সোমবার) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি এলাকার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গু'লিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে বাংলাদেশি এক তরুণকে হ'ত্যার ঘটনায় তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভারতের অভ্যন্তরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী আইসিপিতে বিজিবি উত্তর পশ্চিম রিজিয়ন কমাণ্ডার এবং আইজি বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমাণ্ডারের সাথে সৌজন্য সাক্ষাতে এই প্রতিবাদ জানান বিজিবির ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তর।
এসময় বিজিবির পক্ষে রিজিয়ন কমাণ্ডার উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর, সেক্টর কমাণ্ডার ঠাকুরগাঁও এবং অন্যান্য বিজিবি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিএসএফ এর পক্ষে আইজি নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমাণ্ডার, শিলিগুড়ি ও কিশানগঞ্জ সেক্টর কমাণ্ডার এবং অন্যান্য বিএসএফ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।
প্রেস বিজ্ঞোপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গি এলাকায় গত ০৯ সেপ্টেম্বর বিএসএফ টহল দল কর্তৃক বাংলাদেশি নাগরিক জয়ন্ত কুমার সিংহ (১৫) কে গু'লি করে হ'ত্যা করে বিএসএফ। এ ঘটনায় বৃহস্পতিবার বিজিবি কর্তৃক তীব্র নিন্দা জানানো হয়।
বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমাণ্ডার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিএসএফ সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিক এর উপর গু'লি চালানো হবে না মর্মে বিজিবি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।