সীতাকুণ্ডে অস্ত্রসহ গ্রেফতার ৪ ডাকাত।
অনলাইন ডেস্ক >>
সীতাকুণ্ডে ডিবি পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ দুই ডাকাতসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ ।এ সময় তাদের কাছে থেকে চারটি বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার সময় সলিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় পাহাড়ের গহীন জঙ্গলে একদল অস্ত্রধারী ডাকাত ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে চট্টগ্রাম উত্তর এডিশনাল এসপি মছিউদ্দৌলা রেজার নেতৃত্বে ডিবি পুলিশের ওসি মোহাম্মদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান।
এ সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোরে। পুলিশও পাল্টা গুলি করে। এতে উভয় পক্ষের গোলাগুলিতে ২ ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
আটক ডাকাতরা হলো, দক্ষিণ সলিমপুর গ্রামের মৃত নুরুল আলম মাঝির ছেলে মোঃ বাবুল প্রকাশ পিস্তল বাবুল প্রকাশ ইসহাক(৩০), আবুল কাসেমের ছেলে আব্দুল বারেক প্রকাশ পেয়ারু(৩২)। এছাড়া একই গ্রামের রফিকের ছেলে মোঃ ফাহিম (৩২) ও বদিউল আলমের ছেলে জাহাঙ্গীর আলম(৩৪)। এসময় তাদের কাছ থেকে ৪টি দেশীয় বন্দুক ও ৩টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম ডিবি পুলিশের ওসি মোহাম্মদ হোসেন বলেন, ‘ডাকাতরা আমাদের ওপর গুলি চালালে আমরাও ১২ রাউন্ড গুলি চালাই এবং চারজন ডাকাতকে অস্ত্রসহ আটক করি।’
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।