লেডি বাইকার রিয়া রায়। ছবি: সংগৃহীত।
ক্রাইম পেট্রোল ডেস্ক>> প্রাইভেটকার থেকে ‘মাদক’ উদ্ধারের ঘটনায় লেডি বাইকার রিয়া রায়কে খুঁজছে পুলিশ। ইতোমধ্যে সোমবার (৮ নভেম্বর) সিলেট বিমানবন্দর এলাকা থেকে ‘মাদকসহ’ রিয়ার প্রেমিক আরমান সামিকে গ্রেফতার করা হয়েছে। এই সময় রিয়া সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন। সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির এই তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা গেছে , বিলাসী জীবন যাপনের পাশাপাশি সামি ও রিয়া মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। মূলত বাইকিংয়ের আড়ালে ‘মাদকের’ নেটওয়ার্ক গড়ে তুলেছেন তারা। বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তারা ‘মাদক’ বিক্রি করতেন। রিয়া ও তার প্রেমিক সামির বিরুদ্ধে সিলেট বিমানবন্দর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। মামলা দায়েরের পর থেকে লেডি বাইকার রিয়া লাপাত্তা রয়েছেন।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, রবিবার (৭ নভেম্বর) রাতে রিয়া তার প্রেমিক আরমান সামিকে নিয়ে নীল রঙের একটি প্রাইভেটকারে সিলেটের এয়ারপোর্ট-সংলগ্ন এলাকায় যান। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গাড়িটি থামানোর সংকেত দেয় ওই এলাকায় অবস্থানরত টহল পুলিশ। একটু দূরে গিয়ে গাড়িটি থামলে এক তরুণী দ্রুত নেমে সটকে যান। এ সময় পুলিশ গাড়ি তল্লাশি করে পানির বোতলে রাখা বিশেষ ‘মদ’ ৫০০ মিলিগ্রাম, ‘ইয়াবা ট্যাবলেট’ ১০ পিস ও দুই পুড়িয়া ‘গাঁজা’ উদ্ধার করে।
ওসি আরও বলেন, তাৎক্ষণিক আরমান সামিকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান সামিই জানান, পালিয়ে যাওয়া তরুণী রিয়া রায়। তিনি একজন লেডি বাইকার। গ্রেফতার হওয়া আরমান সামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক রিয়াকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।