ক্রাইম পেট্রোল ডেস্ক : সিলেটে ট্রাকভর্তি পেঁয়াজসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৯ এর সদস্যরা। আটকরা হচ্ছে- সিলেট গোয়াইনঘাট উপজেলার ভিতরাখেন এলাকার আব্দুল হকের ছেলে লায়েছ উদ্দিন ও রাজশাহীর বোয়ালীয়া উপভাদ্রা এলাকার আরমান আলীর ছেলে মীরাজ আলী। তারা মজুদ করার উদ্দেশে ভারত থেকে চোরাইপথে সিলেটের শাহপরান এলাকা দিয়ে এসব পেঁয়াজ নিয়ে ফিরছিল।
র্যাব জানিয়েছে, আজ শুক্রবার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের শহরতলীর বটেশ্বর বাজার থেকে ট্রাকভর্তি পেঁয়াজসহ তাদের আটক করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, ভারত থেকে চোরাইপথে নিয়ে আসা পেঁয়াজ ঢাকায় মজুদ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৌকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।