ক্রাইম পেট্রোল ডেস্ক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধ'র্ষণের অভিযোগ উঠেছে বান্ধবীর বাবার বিরুদ্ধে। সোমবার বিকালে এ ঘটনার পর মঙ্গলবার শিশুটির বান্ধবীর বাবাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর বুধবার তাকে আদালতে পাঠানো হয়।
ভুক্তভোগী শিশুটির নানি জানান, 'শিশুটির বাবা একজন অটোচালক। এজন্য তার নাতনি তাদের বাড়িতে থেকে পড়ালেখা করে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে সে তার একই ক্লাসের বান্ধবীর বাড়িতে পড়াশোনার বিষয়ে আলোচনা করতে যায়। সেখানে ফাঁকা ঘরে শিশুটিকে একা পেয়ে আমার নাতনির বান্ধবীর বাবা মো. আলমাস সরদার (৫৬) তার মুখ চে'পে ধরে জো'রপূর্বক ধ'র্ষণ করে পালিয়ে যায়। ঘটনাটি জানতে পেরে মঙ্গলবার সন্ধ্যায় এলাকাবাসীর সহায়তায় ল'ম্পট মো. আলমাস সরদারকে আ'টক করে থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা রবিন হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় মো. আলমাস সরদারকে গ্রেফতার করেছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সুমন জানান, 'এ ঘটনায় নারী ও শিশু নি'র্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই মামলায় মো. আলমাস সরদারকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।