ক্রাইম পেট্রোল ডেস্ক:
সিরাজগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার রেজাউল করিম বিষয়টি জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদ নগর বেপারিপাড়ার আব্দুল্লাহ আল মামুন, টুকরা ছোনগাছার ইব্রাহীম মোন্নাফ, ছোনগাছা দক্ষিণের ইকবাল চৌধুরী বাবু, চিলগাছার সাগর আলী শহিদুল, চিলগাছার বাবু মিয়া ও দত্তবাড়ী এলাকার রুহুল আমিন।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, 'গত ২ জানুয়ারি সিরাজগঞ্জ সদর উপজেলার খোড়ারগাঁতী গ্রামে কৃষক আমজাদ শেখের বাড়িতে রাত ২টার দিকে মুখে মাফলার পেঁ'চিয়ে ছয়জন প্রবেশ করেন।
এ সময় তারা পিবিআই পুলিশের সহযোগী পরিচয় দিয়ে আমজাদ শেখকে মা'দক ব্যবসায়ী উল্লেখ করে ভ'য়-ভীতি দেখায়। পরে নগদ ২০ হাজার টাকা তার কাছ থেকে হাতিয়ে নেন। এর কিছুদিন পর আবারও একইভাবে তার বাড়ি থেকে ১০ হাজার টাকা ও ১০ আনা সোনা নিয়ে যায়। পরে এ ঘটনায় কৃষক আমজাদ শেখ সিরাজগঞ্জ সদর থানায় অজ্ঞাত পরিচয়ে আসামিদের বিরুদ্ধে মামলা করেন।'
তিনি জানান, 'মামলার পর পিবিআই পুলিশ ছায়া তদন্ত শুরু করে। গত বুধবার তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন ছয়জনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। তাদের কাছ থেকে খেলনা পি'স্তল, পিবিআইয়ের প্যা'ড ও একটি ট্যা'ব উদ্ধার করে পিবিআই। প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলমান রয়েছে। '
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।