ক্রাইম পেট্রোল ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩২ পিস ই'য়াবা ট্যাবলেট ও মাদক কারবারির নগদ ৫ হাজার ১শ' ৮০ টাকাসহ চিহ্নিত মাদক সম্রাজ্ঞী সুমিকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতার মা'দক সম্রাজ্ঞী সুমি সিদ্ধিরগঞ্জ নাসিক ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ী এলাকার একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী চাঁন মিয়া ওরফে চান্দুর স্ত্রী।
রোববার (৫ মে) দুপুরে র্যাব-১১ মাদক আইনে মামলা রুজু করে সিদ্ধিরগঞ্জ থানায় আসামিকে হস্তান্তর করলে গ্রেফতারের বিষয়টি জানা যায়।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জ নাসিক ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে সুমি ও তার স্বামী চাঁন মিয়া ওরফে চান্দু নিজ বাড়িতেই মাদকের রমরমা কারবার করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে র্যাব-১১‘র সদস্যরা সঙ্গীয় ফোর্সসহ মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই ই'য়াবা ও মাদক বিক্রির টাকাসহ সুমিকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।
এর আগে ২২ মার্চ সন্ধ্যায় চিহ্নিত মাদক সম্রাজ্ঞী সুমির নিজ বাড়ি থেকে ৭০ পুরিয়া হে'রোইনসহ পুলিশের সোর্স পরিচয়দানকারী আল আমিনকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বর্তমানে আল আমিন জেল হাজতে রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।