মোহাম্মদ মতিউর রহমান, জেলা প্রতিনিধি, কুমিল্লাঃ
সিজিপিএ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা মেডিকেল কলেজের ৩১ ব্যাচের শিক্ষার্থীরা।
আজ ৫ সেপ্টেম্বর ২০২২ খ্রি. বেলা ১ টায়. কুমিল্লা জেলা শহরের কান্দিরপাড় এলাকায় পূবালী চত্বরে ২০২১-২২ শিক্ষাবর্ষের সকল এমবিবিএস এবং বিডিএস শিক্ষার্থীদের পক্ষে কুমিল্লা মেডিকেল কলেজের ৩১ তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে সিজিপিএ বাতিলের দাবিতে এবং ক্যারি অন পুনর্বহালের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কুমিল্লা মেডিকেল কলেজের ৩১ ব্যাচের শিক্ষার্থী মোঃ রাকিব।
২০২১-২২ শিক্ষাবর্ষ হতে সিজিপিএ পদ্ধতি চালু হয়েছে। আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এই সিজিপিএ পদ্ধতি চালু করা হলেও শিক্ষার্থীদের সিজিপিএ পদ্ধতি পছন্দ নয়। তাদের দাবি, আগে যেমন ৬০% নম্বরে পাস নম্বর ছিল, সেই পদ্ধতি চালু করার। সিজিপিএ গ্রেডিং পদ্ধতিতে শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হবে বলে মেডিকেল শিক্ষার্থীরা দাবি করছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।