![](https://crimepatrol24.com/wp-content/uploads/2019/02/215247kalerkanrho_pic.jpg)
ক্রাইম পেট্রোল ডেস্ক : পরিবেশের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন না থাকায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বলধারা এলাকার একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহেলা রহমতুল্লাহ অভিযান চালিয়ে ইটভাটাটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর রহমান জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন না নিয়ে উপজেলার বলধারা এলাকার আক্কাস আলীর মালিকানাধীন ডিবিসি নামে একটি ইটভাটা অবৈধভাবে ইট পুড়িয়ে আসছিল। এতে ওই এলকার পরিবেশের ক্ষতি সাধন হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার রাহেলা রহমতুল্লাহ মঙ্গলবার দুপুরে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ইটভাটাটিতে অভিযান চালান। এ সময় ইটভাটাটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন।