মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>> কুমিল্লা জেলার হোমনার কৃতী সন্তান ও বাংলাদেশ পুলিশের গর্ব সালেহ মোহাম্মদ তানভীর (পিপিএম সেবা) সিএমপিতে নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন। আজ সোমবার ৭সেপ্টেম্বর২০২০ খ্রি. চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩০ তম কমিশনার হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন । এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এম মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
উল্লেখ্য, গত সোমবার ৩১ আগস্ট ২০২০ খ্রি. তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ডিএমপি থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপি) এর কমিশনার পদে পদায়ন করা হয়।
তিনি হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের ছোট ঘারমোড়া গ্রামের মো. আবদুর রাজ্জাকের ছেলে।সালেহ মোহাম্মদ তানভীর এর পদোন্নতিতে হোমনাবাসী আনন্দিত ও গর্বিত । তার পদোন্নতিতে এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। তিনি তার মেধা, কর্মক্ষতা ও সততার মাধ্যমে পুলিশ প্রশাসন ও দেশকে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই এলাকাবাসীর প্রত্যাশা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।