মাও: শামীম আহমেদ সাঁথিয়া পাবনা : সাহরী আরবি শব্দ যার অর্থ রাতের শেষ খাবার। রমজান মাসে সাহরী খাওয়া মুস্তাহাব হযরত রাসুল (সা) বলেছেন, তোমরা রমজান মাসে শেষ রাতে কিছু খাও উহাতে বরকত নিহিত রহিয়াছে। সাহরী বিলম্ব করে খাওয়া মুস্তাহাব। ইফতার জলদি করা এবং সাহরী বিলম্বে খাওয়া নবীগণের নীতি ছিল বলিয়া কিতাবে উল্লেখ রহিয়াছে। আমাদের মাশায়েখগণ বলিয়াছেন যে, রাতের শেষ ষষ্ঠমাংশের মধ্যে সাহরী খাওয়া মুস্তাহাব। কিন্তু সুবহে সাদিকের খুব নিকটবর্তী সময় কিংবা সুবহে সাদিক হওয়ার সন্দেহ হয় এই সময় পর্যন্ত সাহরী খাওয়ার জন্য বিলম্ব করিবে না। কেননা রমজান মাসে দিবাভাগে খাওয়া হারাম।উক্ত হারামে পতিত হওয়ার আশঙ্কা রহিয়াছে। সুতরাং উক্ত সুবহে সাদিক হওয়ার যথেষ্ট পূর্বে নি:সন্দেহভাবে রাত থাকিতে সাহরী খাওয়া শেষ করিবে সামান্য মাত্র রাত আছে বলিয়া নিশ্চিত বিশ্বাস হইলে সাহরী খাওয়া ত্যাগ করিবে। (আরকানে আরবায়া কিতাব হতে সংগৃহীত)
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।