প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ১১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২১, ৯:৫৪ অপরাহ্ণ
সার্কেল এএসপি’র প্রচেষ্টায় হোমনা থেকে চুরি হওয়া বাস মুন্সিগঞ্জ থেকে উদ্ধার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি >>
কুমিল্লার হোমনা থেকে চুরি হওয়া বাসটি মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। হোমনা বাসস্ট্যান্ড থেকে গতকাল বুধবার ভোরে গাড়িটি চুরি হয়ে যায় । এর পর থেকে হোমনা- মেঘনা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফজলুল করিম ও মেঘনা হাইওয়ে পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় গাড়িটির সন্ধান মেলে। গাড়িটির সন্ধান মিলেছে মুন্সিগঞ্জ জেলার মেঘনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছাকাছি এলাকায়। পুলিশ চোরদের কাছে কাগজপত্র দেখতে চাইলে কাগজপত্র বাসায় আছে বলে গাড়ি রেখে পালিয়ে যায়।
গাড়িটি উদ্ধারের পর আজ বৃহস্পতিবার হোমনা থানার এসআই আশেকুল ইসলাম ও এসআই ইকবাল মনিরের নেতৃত্বে পুলিশ টিম জব্দ করা গাড়িটির কাগজ পত্র যাচাই-বাছাই শেষে গাড়ির মালিক মহসিন সরকারের কাছে বুঝিয়ে দেয় । উদ্ধারের পর গাড়িটি হোমনায় নিয়ে আসা হয়েছে। এই বাসটি ঢাকা-হোমনা রুটে চলাচল করে থাকে।
সিনিয়র সহকারি পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. ফজলুল করিম বলেন, ফেসবুকে দেখে গাড়িটি উদ্ধারের চেষ্টা করি। গাড়ি চুরির সাথে কারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া গাড়টি গাড়ীর মালিক মহসীন সরকার কে বুঝিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, তিনি (হোমনা-মেঘনা সার্কেল) এএসপি হিসেবে যোগদানের পর থেকে চোরাই গরু ও চোরাই সিএনজি উদ্ধার, চিহ্নিত ডাকাত গ্রেফতার ,মাদক ব্যবসায়ী ও সেবক গ্রেফতার, জুয়াড়ি গ্রেফতার, অপহরণকারী গ্রেফতার ও একাধিক ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমানেও তিনি লকডাউন কার্যকর করার ক্ষেত্রে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube