অনলাইন ডেস্ক : দেশে করোনা শনাক্ত আড়াই লাখ ছাড়াল ।গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। এ সময়ে ২ হাজার ৮৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৭ জন। গত ২৪ ঘণ্টায় আগেরসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৯৯টি । এর আগের দিন ১২ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা করা হয়।
আজ শুক্রবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
দেশে করোনায় সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৩৩৩ জন। নতুন করে মারা যাওয়া ২৭ জনের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ৩ জন।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৩ জন।
গতকাল বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৭ জনের জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়। মারা যান ৩৯ জন।
বিফিংয়ের তথ্যমতে, দেশে ৮৪টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ লাখ ৩৭ হাজার ৮২৩টি নমুনা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।