ক্রাইম পেট্রোল ডেস্ক>> সারাদেশে অধঃস্তন আদালতে হতে ২১ হাজার ৪শ’ ৬১ জন আসামি জামিনে মুক্ত হয়েছেন। সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে এ তথ্য জানান। তিনি বলেন, মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর বার কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে জামিনপ্রাপ্ত হয়েছে মোট ২১ হাজার ৪শ’ ৬১ জন আসামি কারাগার হতে মুক্ত হয়েছেন। এ সময়ে ৩৮ হাজার ৯শ’ ৬৬ টি আবেদন নিস্পত্তি হয়েছে।
তিনি জানান, গতকাল ২৮ এপ্রিল বুধবার সারাদেশে অধঃস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ২ হাজার ৭শ’ ৩৬টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ৪শ’ ২২ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন। সুপ্রিমকোর্ট মুখপাত্র আরো জানান, এ পর্যন্ত মোট ১২ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ২৬৯ জন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।