দিলীপ কুমার দাস (ময়মনসিংহ প্রতিনিধি):
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করতে পারে। বুধবার সকাল সাড়ে ১১ টায় ফুলপুর ওসি আব্দুল্লাহ আল মামুন ফুলপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক চা চক্র ও মতবিনিময় সভায় একথা বলেন।
ওসি আরো বলেন মাদক, ইভটিজিং, নারী নির্যাতনসহ সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় সাংবাদিকরা তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা করলে আমরা তদন্তপূর্বক ত্বরিত ব্যবস্থা নিতে পারি।
এ সময় ওসি আব্দুল্লাহ আল মামুন ফুলপুরে কর্মরত সাংবাদিকদের লেখা বিভিন্ন সংবাদেরও প্রশংসা করেন।
মত বিনিময়কালে সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, ফুলপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাপ্তাহিক ফুলপুর সম্পাদক মোঃ হুমায়ুন কবির মুকুল, ফুলপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক সংবাদ ফুলপুর প্রতিনিধি মোঃ নুরুল আমিন, ফুলপুর প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক আমাদের সময় ফুলপুর প্রতিনিধি মোঃ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক খোলা কাগজের ফুলপুর প্রতিনিধি এটিএম রবিউল করিম রবি, যুগ্ম সম্পাদক ভোরের কাগজের ফুলপুর প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, দৈনিক কালের কন্ঠ ফুলপুর প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা খান, বাংলাদেশ প্রতিদিন ফুলপুর প্রতিনিধি মোঃ আব্দুল মান্নান, বাংলাদেশ টুডের ফুলপুর প্রতিনিধি সেকান্দর আলী, একুশে সংবাদ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান, দৈনিক জনতার ফুলপুর প্রতিনিধি সিদ্দিকুল হাসান, দৈনিক কালের আলো ফুলপুর প্রতিনিধি রাকিবুল হাসান মাহফুজ, বিজনেজ বাংলাদেশের ফুলপুর প্রতিনিধি ইয়াকুব আলীসহ ফুলপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।