মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক মান সম্পন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশ লিমিটেড এর ব্যবসা গুটিয়ে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটে সানোফি বাংলাদেশ কর্মকর্তা কল্যান পরিষদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সানোফি বাংলাদেশ কর্মকর্তা কল্যান পরিষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে লিখিত বক্তব্য উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক্সা ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত প্রতিনিধিদের পড়ে শোনান পরিষদের সাধারণ সম্পাদক সনজিব চক্রবর্তী। এ সসয় সানোফিতে কর্মরত উর্ধবতন কর্মকর্তা, ২২ টি সাব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, বাংলাদেশের বিভিন্ন এলাকায় সানোফিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ঠকানোর জন্য এবং ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার জন্য কোম্পানির কান্ট্রি চেয়ার রাম প্রসাদ ভাট ও ব্যবস্থাপনা পরিচালক মুইন উদ্দিন মজুমদার সানোফির শেয়ার বিক্রির মত প্রতারণার আশ্রয় নিয়েছে। তারা বলেন, বহুজাতিক কোম্পানি বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেয়া কিংবা শেয়ার হস্তান্তর করতে হলে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, গ্রেচ্যুইটি এবং চাকুরিচ্যুত হওয়ায় ক্ষতিপূরণ দিতে হবে। যেহেতু সানোফি লাভজনক প্রতিষ্ঠান এবং কোম্পানি নিজ সমস্যার কারণে নিজ উদ্যোগে চলে যাচ্ছে, সেহেতু সেই অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করেন কর্মীরা। সমস্যা সমাধানে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সানোফি বাংলাদেশ কর্মকর্তা কল্যাণ পরিষদ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।