ক্রাইম পেট্রোল ডেস্ক:
গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রীকে হ'ত্যার পর মহসীন আলী (২৭) নামে এক যুবক থানায় আত্মসমর্পণ করেছেন। শনিবার (৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ রাত ৮টার দিকে মহসীন আলীর বাড়ির শোবার ঘর থেকে গৃহবধূ শেফালী খাতুন (২২)-এর লা'শ উদ্ধার করে।
গ্রেফতার মহসিন আলী সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কলেজপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে। নিহত শেফালী খাতুন (২২) গাইবান্ধা সদর উপজেলার মোল্লাপাড়ার মৃত. কাদের মোল্লার মেয়ে।
জানা যায়, প্রায় ৪ বছর আগে মহসীন আলীর সঙ্গে শেফালী খাতুনের বিয়ে হয়। কিন্তু এত দিনেও কোনো সন্তান না হওয়ায় শেফালীর প্রতি ক্ষুব্ধ ছিল মহসীন। এছাড়া বিয়ের পর থেকেই মহসীন আলী বেকার। ফলে সংসারে ছিল অসচ্ছলতা। এসব কারণে বিয়ের কয়েক মাস পর থেকেই তাদের মধ্যে প্রায়ই ঝ'গড়া হতো। শনিবার বিকালে তাদের মধ্যে কথা কা'টাকাটির একপর্যায়ে মহসীন আলী স্ত্রীর গ'লায় ওড়না পেঁ'চিয়ে শ্বা'সরোধে হ'ত্যা করে।
সাদুল্লাপুর থানার ওসি মাহাবুর রহমান বলেন, 'শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মহসীন আলী এসে জানান তিনি তার স্ত্রীকে হ'ত্যা করেছেন। হ'ত্যার পর লাশ তার শোয়ার ঘরে রেখে এসেছেন। এ ঘটনায় নিহতের বড়ভাই বাদী হয়ে একটি হ'ত্যা মামলা করেছেন। রোববার আদালতের মাধ্যমে মহসীনকে কারাগারে পাঠানো হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।