ফারুক হোসেন রাজ কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় চুরি হয়ে যাওয়া মটরসাইকেল কয়েক ঘন্টার মধ্যে উদ্ধারসহ চোর প্রশান্তকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (১০ ই ফেব্রুয়ারি) বিকালে পৌর সদরের মুরারীকাটি হাইস্কুলের সামনে থেকে চোরকে আটকসহ মটর সাইকেলটি উদ্ধার করা হয়। আটক চোর সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামেন সুবোল চন্দ বিশ্বাসের ছেলে প্রশান্ত কুমার বিশ্বাস।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মটর সাইকেলটি চুরি হয়ে যাওয়ার পর ভুক্তভোগী থানায় এসে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ তদন্ত মোতাবেক সেকেন্ড অফিসার এসআই নাজিম উদ্দিনের দক্ষ নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম, এসআই সুবীর কুমার ঘোষসহ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় ওই স্থানে ঝটিকা অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া ওয়ালটন মটর সাইকেল কয়েক ঘন্টার মধ্যে চোর আটকসহ মটর সাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা নং (৬) ১০/১৯ দায়ের করা হয়। সোমবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।