শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া মাছ বাজার শেড ঘরের ১৮টি দোকান ভাংচুরের প্রতিবাদে শনিবার দুপুরে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাওসহ মানববন্ধন কর্মাসুচি পালিত করেন জেলে পরিবার ।
মানববন্ধনে জেলে সম্প্রদায়ের প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি সুবাস চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রামলাল চন্দ্র দাস, সাবেক সাধারণ সম্পাদক শচীন চন্দ্র প্রমুখ।
বক্তারা জানান, বোনারপাড়া হাট-ইজারাদার তাদের কাছ থেকে টাকা চেয়েছেন।
টাকা না দেয়ার কারণে শুক্রবার রাতে পরিকল্পনা করে তাদের পজেশনের দোকানগুলো ভেঙ্গে দিয়েছেন ।
তারা বলেন, করোনা ভাইরাসে অনেক কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করে আসছিল ।
তারা সরকারি টোল হিসেবে প্রতিদিন ২৫ টাকা হিসেবে খাজনা দিয়ে আসছে।
কিন্তু তাদের কোন খাজনার রশিদ না দিয়ে হাট ইজারাদার বেশি করে খাজনার দাবি করে আসছে।
বেশি করে খাজনা না দেয়ায় এই ভাংচুরের ঘটনা ঘটিয়েছে ইজারাদার ।
যতক্ষণ পর্যন্ত এই দোকান ভাংচুরের সুষ্ঠু বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এই উপজেলার বোনারপাড়ায় মাছ বিক্রি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন জেলে মাছ ব্যবসায়ীগণ ।
সেইসাথে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা ।
এদিকে হাট ইজারাদার মো: ফয়জার রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, হাটে মাছের শেড ঘর ভাংচুরের বিষয়ে তিনি কিছুই জানেন না।
এব্যাপারে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির জানান, মাছ ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ৩টি হাতুড়ি, ২টি শাবল উদ্ধার করা হয়েছে।
এব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, মাছ ব্যবস্যায়ীদের এই সমস্যা সমাধানে বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলী মিলে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।
উল্লেখ্য, গাইবান্ধার সাঘাটা উপজেলার ফরমালিন মুক্ত বোনারপাড়া মাছ বাজারের একটি শেড ঘরের ১৮টি দোকান ঘর শুক্রবার মধ্যরাতে ভেঙ্গে ফেলেন দুর্বৃত্তরা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।