অনলাইন ডেস্ক>> গাইবান্ধার সাঘাটা উপজেলায় নেশার টাকা না দেওয়ায় নিজের ছেলের ছুরিকাঘাতে তাহেরা বেগম (৪৫) নামে এক নারী খুন হয়েছেন। নিহত তাহেরা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বগারভিটা গ্রামের তারা মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারাজুলের ছেলে আবুল কালাম (২৬) নেশার টাকা চেয়ে না পাওয়ায় তার মা তাহেরা বেগমকে চুরিকাঘাত করে। এতে সে গুরুতর রক্তাক্ত জখম হলে সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা আহত তাহেরাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
পরদিন সকালে নেশাগ্রস্ত্ ছেলে আবুল কালাম আজাদকে বাড়ির অদূরে একটি পরিত্যাক্ত একটি মেশিন ঘর থেকে গ্রামবাসি আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে সাঘাটা থানার সেকেন্ড অফিসার সাহাদত হোসেনের ঘটনার সত্যতা সত্য স্বীকার করে বলেন, 'লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় খুনী ছেলে আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।