আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলা পরিষদের সামনে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে নিপীড়ন, হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করছেন সাংবাদিকরা। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে হোমনা কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন শুরু করেন।
মানববন্ধনে রোজিনার দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি এবং দোষীদের বিচারের দাবি জানান সাংবাদিকরা, অন্যথায় আরোও কঠোর কর্মসূচির দেয়ার ঘোষনা দেন তারা।
মানববন্ধনে হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ক্রাইম পেট্রোল ২৪. কমের সম্পাদক ও প্রকাশক মো. ইব্রাহিম খলিল, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন লিটন,হোমনা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল বাসার সরকার ও হানিফ খান, হোমনা প্রেসক্লাবের সহ-সভাপতি আমজাদ হোসেন সজল, হোমনা উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার ও সফিকুল ইসলাম পলাশ, হোমনা উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মোরশিদ আলম,হোমনা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী ও এমএম কাশেম ভূঁইয়া,সাংবাদিক আবু রায়হান চৌধুরী,হোমনা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মঈনুল ইসলাম মিশু, সাংবাদিক কবি দেলোয়ার তপন সরকার, মো. রুস্তম আলী ও সোনিয়া আফরিন প্রমুখ ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।