প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৩:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২১, ৯:১১ অপরাহ্ণ
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন
![]()
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
দৈনিক প্রথম আলো’র জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে আনিত মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তি চেয়ে এবং হেনস্থাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শেরে-বাংলা চত্বর সংলগ্ন পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করে পঞ্চগড় জেলা প্রেস ক্লাব।
জেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস প্রধানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আবু সালেক, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল, সিনিয়র সাংবাদিক ও নাট্যকার রহিম আব্দুর রহিম।
বক্তরা সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এসময় মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube