কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
দৈনিক মানব জমিন এবং একাত্তর টিভির জামালপুর প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর হ'ত্যাকারী গডফাদার চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার সহযোগীদের দ্রুত বিচারের দাবিতে কুমিল্লার দাউদকান্দিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১টায় উপজেলার গৌরীপুরে দাউদকান্দি প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তৃতায় সাংবাদিকরা বলেন, সমাজ ও রাষ্ট্রের অ'নিয়ম, দু'র্নীতি ও অসঙ্গতি সঠিকভাবে তুলে ধরাই সংবাদকর্মীদের কাজ। আর এ কাজটিই অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সাথে করেছিলেন সাংবাদিক নাদিম । এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান বাবু ও তার স'ন্ত্রাসী বাহিনী হা'মলা চালায় যার কারণে নাদিমের মৃ'ত্যু হয় । এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং দেশের বিভিন্ন এলাকায় এমন ঘটনা প্রায়ই ঘটছে। সাংবাদিক হিসেবে আমরা তা মেনে নিতে পারি না। এসময় চেয়ারম্যান বাবু ও তার সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক বাসুদেব ঘোষ, কামরুল হক চৌধুরী, ওমর ফারুক মিয়াজি, জাকির হোসেন হাজারী, আব্দুর রহমান ঢালী, মোঃ সাহাব উদ্দিন, হানিফ খান এবং আলমগীর হোসেন প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।