মো. মতিউর রহমান, জেলা প্রতিনিধি, কুমিল্লাঃ
সাংবাদিকদের সঙ্গে কুমিল্লার নবনিযুক্ত পুলিশ সুপার এর মতবিনময়সভা "মিট দ্যা প্রেস" অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ আগস্ট ২০২২ খ্রি. দুপুর ১২টায় কুমিল্লা জেলা পুলিশ সুপার এর কার্যালয়ের সম্মেলন কক্ষে কুমিল্লার নবনিযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএম (বার) সাংবাদিকদের সঙ্গে "মিট দ্যা প্রেস" এর আয়োজন করেন।
এতে কুমিল্লা জেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এসময় কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) সুপার আব্দুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আজকের "মিট দ্যা প্রেস" এর মাধ্যমে নবনিযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএম (বার) সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোরভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন। এসময় তিনি কুমিল্লায় সকল ধরনের অপরাধ নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।