ক্রাইম পেট্রোল ডেস্কঃ
পাবনার সাঁথিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধ'র্ষণের অভিযোগে গোলাম রাব্বানি (২৫) নামে এক মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার ধুলাউড়ি কামিল মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে (ছাত্রাবাস)। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে শনিবার রাতে সাঁথিয়া থানায় মামলা করেছেন।
অভিযুক্ত গোলাম রাব্বানি আতাইকুলা থানাধীন রানীগ্রামের আব্দুল মজিদের ছেলে ও ধুলাউড়ি কামিল মাদ্রাসার কামিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এজাহার সূত্রে জানা যায়, মাদ্রাসায় পড়ার সুবাদে একে অপরের সঙ্গে পরিচয় এবং ওই ছাত্রীর বাড়িতে যাতায়াত করত অভিযুক্ত গোলাম রাব্বানি। সে ওই মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের ১১০নং কক্ষে থেকে পড়ালেখা করত। একপর্যায়ে গত ২৪ এপ্রিল বিয়ের আশ্বাস দিয়ে ওই লিল্লাহ বোর্ডিংয়ে নিয়ে এসে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। পরে ২৯ এপ্রিল শনিবার আবারো মেয়েটাকে ১১০নং রুমে ডেকে নিয়ে আসে গোলাম রাব্বানি।
এরপর তার এক বন্ধুকে দিয়ে ওই কক্ষের দরজার বাইরে থেকে তালা মেরে দেয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাদের আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যান জরিফ আহমেদ ও মেয়ের অভিভাবকে খবর দেয়। চেয়ারম্যান অভিযুক্ত ও ধ'র্ষিতাকে পুলিশে সোপর্দ করেন।
ধুলাউড়ি ইউপি চেয়ারম্যান জরিফ আহমেদ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ বলেন, 'রোববার সকালে ধ'র্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা পাঠানো হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি ধ'র্ষণ মামলা হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।