শামীম আহমেদ,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি>>
পাবনার সাঁথিয়া উপজেলা আলোকদিয়ার গ্রামের দরিদ্র ভ্যানচালক মো: কোরবান হোসেন এর ছেলে শিহাব উদ্দিন (১৪)। তিনি ২০১৭ সালে প্রাথমিক স্কুল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের দেশসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করে এই প্রতিভাবান ক্ষুদে ফুটবলার এখন অযত্ন-অবহেলায় পড়ে আছে। দরিদ্রতার কষাঘাতে ফিকে হয়ে গেছে তার ফুটবলার হওয়ার স্বপ্ন। সংসারের হাল গিয়ে ধরতে বন্ধ হয়ে গেছে তার লেখা পড়া। সে ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করত।বর্তমানে সে কখনও ভ্যানচালক, আবার কখনও দিনমজুর হয়ে কাজ করে চলছে তার সাংসারিক জীবন। এ নিয়ে শিহাবের শিক্ষক ও এলাকাবাসীর দাবী শিহাবকে প্রশিক্ষিত করতে দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ। শিহাবের মায়ের নাম শেবা খাতুন। তার মা মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করে। শিহাবেরা দুই ভাই সে বাবার বড় ছেলে তার ছোট ভাইয়ের নাম সিয়াম সে ১ম শ্রেণিতে পড়াশুনা করছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।