তৌকির আহাম্মেদ হাসু ( জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে হতদরিদ্রদের সহযোগিতার হাত বাড়ালেন বিজিডি ফাউন্ডেশন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল)সকাল ১১ টায় উপজেলার সেংগুয়া দারুল হুদা সিনিয়র ফাযিল মাদরাসা মাঠ ভেন্যুতে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দিয়ে কর্মসূচী শুরু করেন বিজিডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সরিষাবাড়ী প্রেস ক্লাবের সহ- সভাপতি দৈনিক মানব জমিন সরিষাবাড়ী প্রতিনিধি এম এ রউফ। বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন,ঢাকা মিরপুরের আইআইবিএস এর ডিরেক্টর হুমায়ুন কবীর,দৈনিক সমকাল সরিষাবাড়ী প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক,বিজিডি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক কমিটির আহবায়ক বিজয় টিভি সরিষাবাড়ী প্রতিনিধি সোহানুর রহমান (সোহান)সহ গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বিজিডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আমি ছাত্র জীবনে টিউশনি করে ২০০৫ সাল থেকে দরিদ্র পরিবারের বিষয়টি মাথায় নিয়ে প্রতি রমযানের শুরুতে এবং ঈদের পূর্বে ইফতার ও ঈদ সামগ্রী বাড়ী বাড়ী গিয়ে বিতরণ করেছি। এ ধারাবাহিকতায় এবারই প্রথম ব্যক্তিগত পরিচয় বাদ দিয়ে নিজ অর্থায়নে প্রাতিষ্ঠানিকভাবে উপজেলার বিভিন্ন গ্রামে স্বেচ্ছাসেবক গঠন করে দরিদ্র লোকের তালিকা করে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে আনুষ্ঠানিকভাবে পৃথক পৃথক ভেন্যুর মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও অবশিষ্ট ভেনুতে ইফতার সামগ্রী আগামী ৭ম রোজার মধ্যে শেষ করা হবে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরও বলেন, ছোট থেকে বেড়ে উঠা যখন আমি গ্রামে তখন দেখেছি দরিদ্র পরিবারের পুরুষেরা মসজিদে অপরের দেয়া ইফতার করত কিন্তু মা বোনেরা শুধু মাত্র পানি দিয়েই ইফতার করত। তাদের এ কথা মাথায় রেখে আমার মন কেদেঁ উঠত এবং অসহায়দের পাশে থাকার সিদ্ধান্ত তখনই
গ্রহণ করি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।