সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে ২’শ ৬৬ জন শিক্ষাথীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে-২০১৮-২০১৯ অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (র্পাবত্য চট্রগ্রাম ব্যাতিত) শীর্ষক কর্মসূচীর আওতায় শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ প্রমুখ ।
উপকরণ দেয়া হয়েছে -মাধ্যমিকে ৫০ জন,উচ্চ মাধ্যমিকে-৫০ জন এবং বৃত্তি প্রদান করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের ১’শ ৬৬ জন, মাধ্যমিকের-৬২ জন ও উচ্চ মাধ্যমিকের-২৮ জন কে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।