তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর) থেকে ঃ
‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ট্রে-তে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে রোপা আমনের চারা রোপণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলার আওনা ইউনিয়নের কুমারপাড়া কৃষক ওয়াহাব আলীর ২ বিঘা জমিতে বি আর-২২ জাতের রোপা আমন ধানের চারা রোপণ করা হয়েছে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু, অ্যাডভোকেট মতিয়র রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাশেদুজ্জামান ডালিম,উপজেলা প্রেস ক্লাব সরিষাবাড়ী’র সাধারণ সম্পাদক আমাদের সময় উপজেলা প্রতিনিধি আবুল হোসেন,যুগ্ম সম্পাদক দৈনিক ভোরের ডাক সরিষাবাড়ী প্রতিনিধি তৌকির আহাম্মেদ হাসু , সদস্য প্রথম আলো সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম, আওনা ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা আনোয়ার হোসেন রাঙ্গা,উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।