প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২১, ৯:৪১ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রের ‘মৃত্যু’

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাহিমুল ইসলাম জয় (১৪) নামে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী সাতপোয়া গ্রামের রফিকুল ইসলাম দুলালের ছেলে। সে সরিষাবাড়ী প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, রাহিমুল ইসলাম জয় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সরিষাবাড়ী-ডোয়াইল-ধনবাড়ি সড়কের সাইঞ্চারপাড় এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার ‘মৃত্যু’ হয়। একই ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ফাহমিদা জামান তিথী জানান, বিকেল ৪.৩০টার দিকে জয়কে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই সে ‘‘মৃত্যুবরণ’ করে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube