তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকায় বন্যার পানির স্রোতে ব্রিজের স্প্যান ভেঙে নদীতে বিলীন হয়েছে। গতকাল মঙ্গলবার রাত দেড় টার দিকে উপজেলার শুয়াকৈর গ্রামের ঝিনাই নদীর উপর ২০০৬ সালে এলজিইডি’র অর্থায়নে নির্মিত ২’শ মিটার ব্রিজটি থেকে ৪০ মিটার ৬ ও ৭ নং স্প্যানের ৬ নং পিলার ভেঙে নদীতে বিলীন হয়েছে। ফলে উপজেলার সাথে কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া বীর বরবাড়ীয়া,হেলেঞ্চাবাড়ী,স্বাধীনাবাড়ী,ডিগ্রি পাচবাড়ী,সাতপোয়া ইউনিয়নের চর রৌহা,চর নান্দিনা, চুনিয়াপটল,চর ছাতারিয়া,আদ্রা,শুয়াকৈর সহ পার্শ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চর লোটাবর,শ্যামগঞ্জ কালী বাড়ী,সর্দারবাড়ী, রায়ের ছড়া,বয়ড়া চর বয়ড়াসহ প্রায় ২০/২৫ টি গ্রামের আড়াই লক্ষাধিক মানুষের উপজেলার সাথে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিজটি ২০০৩/০৪ ইং অর্থ বছরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে র্নির্মিত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে ব্রিজটি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ।
আজ বুধবার সকালে ব্রিজটি পরির্দশন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জামালপুরের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান,সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম ।
এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী রাকিব হাসান জানান,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ব্রিজ এক্সপার্ট এসে ব্রিজটি পুনঃ মেরামত সম্ভব কিনা তা যাচাই করা হবে।পরীক্ষান্তে ব্রিজটি পুনঃমেরামত করা না গেলে দ্রুত নতুনভাবে নির্মাণ করা হবে। তিনি আরও জানান, ব্রিজটির আশপাশে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলন করায় ব্রিজটির পিলারের নিচ থেকে মাটি সরে যাওয়ায় পিলার ভেঙে নদীতে বিলীন হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।