তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে বাকী না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করেছে এক যুবলীগ নেতা। আজ রোববার দুপুর ২ টায় সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারে এ ঘটনা ঘটেছে।
মারধরের শিকার ব্যাবসায়ী রাম প্রসাদ(বাবু) জানান,আমার সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারে মেসার্স নঁরেশ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মদন প্রসাদ ও রাম প্রসাদ (বাবু) দুই ভাই মিলে মনিহারী ব্যবসা পরিচালনা করে আসছি।আমার কাছে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের আসাদ সরকার এর ছেলে যুবলীগ নেতা এস ডি রানা সরকার ও একই গ্রামের উকিলের ছেলে রফিকুল ইসলাম বল্টু তারা দু'জনে বাকী চায়। আমি বাকী দিতে অস্বীকৃতি জানালে তারা দু জনে আমার ওপর হামলা চালিয়ে আমাকে কিল ঘুষিসহ শার্টের কলার ধরে টানা হেঁচড়া করে আহত করে ও দোকানের মালামাল তছনছ করে। পরে স্থানীয় জনসাধারণ এগিয়ে এলে তারা চলে যায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারে মেসার্স নঁরেশ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মদন প্রসাদ বলেন,এস ডি রানা সরকার সম্প্রতি ১ হাজার টাকা হাওলাত নিয়ে প্রায় ৬ মাস অতিবাহিত হলেও পরিশোধ না করে পুনরায় বাকি চায় মনিহারী জিনিস পত্রাদি। বাকী না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আমার ছোট ভাই রাম প্রসাদ বাবু’র ওপর হামলা চালিয়ে মারধর ও দোকানের মালামাল তছনছ করে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি এর বিচার চাই।
জানতে চাইলে শিমলা বাজার টাউন বণিক সমিতির সভাপতি গোলাম মোন্তফা জিন্নাহ,সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও শিমলা হাট বিটার আবুল কালাম আজাদ এবং স্থানীয় কাউন্সিলর কালাচান পাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি মীমাংসা করার জন্য উভয় পক্ষকে ডেকে সমঝোতা করা হবে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করীম বলেন,এ ঘটনা সম্পর্কে আমি অবগত নই। তবে এ ঘটনার অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।