সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ীতে বসত ঘর ভাংচুর,লুটতরাজ ও মারপিটের ঘটনায় আজ বুধবার আদালতে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের বিলাত আলীর ছেলে আমিনুল ইসলাম(৩৫)কে প্রধান বিবাদী করে বিলাত আলী((৫৫) রওশনারা(৫০) নুরুল ইসলাম(নুরু)(৫৫) ময়না(৩০) সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলার বালিয়া গ্রামের মৃত নাহের বেপারীর ছেলে শহিদুল ইসলাম (শহিদ) বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলার আরজীতে উল্লেখ করা হয়, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের মৃত নাহের আলীর মেয়ে রাশেদাকে একই গ্রামের পাশের বাড়ীর নুরুল ইসলাম(নুরু’র) প্ররোচনায় রাশেদার ইচ্ছার বিরুদ্ধে তার স্বামীর নিকট থেকে তালাক নামা করানো হয়।এ ঘটনায় মঙ্গল বার দুপুরে প্রতিবাদ করেন রাশেদার পরিবার। এ নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে বে-আইনী ভাবে জনতাবদ্ধে লাঠি-শোঠা দেশীয় অস্ত্র নিয়ে শহিদুল ইসলাম শহিদের বসত বাড়ীতে প্রবেশ করে ঝর্নাকে গালিগালাজ করে। রাশেদা এর প্রতিবাদ করলে প্রতিপক্ষ আমিনুল ইসলামের হুকুমে বিলাত আলী(৫৫), রওশনারা(৫০) নুরুল ইসলাম(নুরু) ও ময়না লাঠি দিয়ে রাশেদা,ঝর্না,সঙ্গীতা,কাজল,আব্দুল,ও মিলনকে টানা হেচড়া ও মারপিট করে। এক পর্যায়ে তাদেরকে ভয়-ভীতি প্রর্দশন করে বসত বাড়ী ভাংচুর করে লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতি সাধন, নগদ ৫০ হাজার টাকা ও ৫০ হাজার টাকা মূল্যমানের অটো ভ্যান ভাংচুর করে শহিদুল ইসলামের পরিবারকে হত্যার হুমকি দেয় প্রতিপক্ষরা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।