তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর) থেকে:
কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সাবেক পানি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সার্বিক ব্যবস্থাপনায় জামালপুরে সরিষাবাড়ীতে পাঁচ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মহাদান ইউনিয়নের সানাকৈর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে আনুষ্ঠানিকভাবে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা আওয়ামী লীগের উপ -দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক এর সঞ্চালনায় সরিষাবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ প্রধান অতিথি হিসেবে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু,সাবেক পানি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল সায়েম, আনোয়ারুল আজীম সায়েম, আবুল কালাম আজাদ,মির্জা সাফায়েত জাহান পলাশ, আবু জাফর, ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, জামালপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানবির আহাম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মামুন অর রশীদ, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি আজমত আলী ভূইয়া,সাধারণ সম্পাদক ও মহাদান ইউপি চেয়ারম্যান এ কে এম আনিছুর রহমান জুয়েল,বি আর ডি বি চেয়ারম্যান কামাল হোসেন পাঠান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎসহ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বক্তব্যে বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা করোনার পর বন্যা দুর্যোগেও বিচলিত হন নি।শেখ হাসিনা বেঁচে থাকলে দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এ সরকার জনগণের শাসক নয়,সেবক। তিনি আরও বলেন,শেখ হাসিনার নির্দেশ মেনে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীদের দূর্গত মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়ানোর জন্য আহব্বান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।