তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী প্রতিনিধি: ‘নো মাস্ক, নো সার্ভিস’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার আরামনগর বাজার মনোহারী বণিক সমবায় সমিতি’র উদ্যোগে জনসচেতনতামূলক র্যালি ও মাস্ক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আরামনগর বাজারে বিভিন্ন অলি -গলিতে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে
রক্ষার জন্য জনসচেতনতামূলক র্যালি ও সারা দিনব্যাপি বাজারে আগত ৪ হাজার মাস্ক বিহীন ক্রেতা-বিক্রেতাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
র্যালি ও মাস্ক বিতরণ শেষে স্বাস্থ্য বিধি মেনে জনসচেতনতামূলক সমাবেশ করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও আরামনগর বাজার মনোহারী বণিক সমবায় সমিতি’র প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপদেষ্টা ও সরিষাবাড়ী কলেজের সহকারী অধ্যাপক আমিমুল এহসান শাহীন, আরামনগর বাজার মনোহারী বণিক সমবায় সমিতি’র সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রঞ্জু প্রমুখ। এছাড়াও আরামনগর বাজার মনোহারী বর্ণিক সমবায় সমিতি’র কার্য নিবার্হী পরিষদ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।