সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম্য শালিসসহ পৃথক ঘটনায় দু'পক্ষের সংঘর্ষে ১৮ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার উপজেলা ভাটারা ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামে ও উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া জামে মসজিদ মাঠে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলা ভাটারা ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের আমেজ বেপারীর ছেলে আসাদ এর সাথে একই গ্রামের মৃত তছের শেখ এর ছেলে হারুন এর সাথে ৪৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধ মীমাংসার জন্য আজ মঙ্গলবার আসাদের বাড়ীতে ফুলবাড়ীয়া গ্রামের মাতাব্বর রফিকুল ইসলামের সভাপতিত্বে গ্রাম্য শালিস বসে। শালিসের সিদ্ধান্ত মেনে নেয়াকে কেন্দ্র করে দু'পক্ষের মাঝে কথাকাটাকাটির একপর্যায়ে আসাদের লোকজনের লাঠি-শোঠা নিয়ে হারুনের লোকজনকে মারপিট করে।এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতরা হলেন - হারুন(৪৫)দিপা(৩৫)দিপু(২২)অপু(১২)শাবানা(৩০) ফিরাতে এসে জবেদা(৩৮),আসাদ(৩৮) আহত হয়। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকীদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
অপরদিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের মৃত নাহের আলীর মেয়ে রাশেদার তালাক নেয়াকে কেন্দ্র করে একই গ্রামের পাশের বাড়ীর নুরুল ইসলামের স্ত্রী আছিরনের সাথে ও রাশেদার ভাবী সনেকার সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতি হয়।এ ঘটনায় পাশের বাড়ীর আমিনুল প্রতিবাদ করায় সনেকা তার লোকজন শহীদ আলী প্রতিবাদকারী আমিনুলের ওপর লাঠিশোঠা দিয়ে মারপিট করে।এক পর্যায়ে প্রতিবাদকারী আমিনুলের লোকজন মৃত নাহের আলীর শহিদ মিয়ার বসত ঘর ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটায়।এ ঘটনায় উভয় পক্ষের-১০ জন আহত হন।
আহতরা হলেন-আমিনুল ইসলাম(৩৩) ময়না(২৫)নিশা(১৮)রওশন আরা(৫০) বিলাত আলী(৬০)সনেকা(৩৩)ঝর্না(৩০)সুম্মিতা(১৪)শাহিনা(২০) নুরুল ইসলাম(৫৫)আহত হয়।গুরুতর আহত ময়না(২৫)কে জামালপুর জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। উভয় ঘটনাস্থল সরিষাবাড়ী থানা পুলিশ পরির্দশন করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।