সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী নাছের উদ্দিন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্কুল প্রাঙ্গণে অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাছের উদ্দিন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের সভাপতি সুজা উদ্দৌলা আবেদীন। আরো উপস্থিত ছিলেন-সহ-সভাপতি সুলতান আহমেদ, শিক্ষক বাদশা মাস্টার, আব্দুল করিম সরকার, কুদ্দুসসহ অভিভাবকগণ ও শিক্ষার্থীরা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন-দৈনিক অগ্নিশিখার সরিষাবাড়ী প্রতিনিধি ও অভিভাবক সদস্য সাংবাদিক গুলজার হোসেন।