তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) থেকে:
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসী উত্তর পাড়া এলাকার রাস্তায় নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা পাকা করার কারণে কাজ শেষ হওয়ার একদিন পরে বিভিন্ন স্থানে ভেঙে গেছে বলে অভিযোগ উঠেছে। বাউসী পঞ্চপীর বাজার থেকে উত্তর বাউসী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১৬০০ মিটার রাস্তা পাকাকরণের কাজে এ অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে।
সরেজমিনে এবং এলাকাবাসীদের অভিযোগ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার বাউসী উত্তরপাড়া এলাকায় বাউসী পঞ্চপীর বাজার থেকে উত্তর বাউসী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১৬০০মিটার রাস্তার কাজ গত ২৩ সেপ্টেম্বর শেষ করা হয়েছে। পরদিনই রাস্তার বিভিন্ন স্থানে পিস উঠে গেছে এবং রাস্তা ভেঙে গেছে। ঠিকাদার বেশি মুনাফার প্রত্যাশায় স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা পাকা করার কাজ করায় এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী অভিযোগ করে। গত ২০১৮-১৯ অর্থ বছরে জামালপুর জেলার ৮টি পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাউসী পঞ্চপীর বাজার থেকে উত্তর বাউসী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১৬০০ মিটার রাস্তা পাকাকরণের কাজে ৫৬ লাখ টাকা বরাদ্দ দেয়। দরপত্রের কার্যাদেশ অনুযায়ী মেসার্স শাকিল এন্টারপ্রাইজ ইট, খোয়া, বিটুমিন, সোল্ডারসহ বিভিন্ন নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা পাকাকরণের কাজ শেষ করে। কাজ শেষ হওয়ার একদিন যেতে না যেতেই রাস্তার বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে। দেখা দিয়েছে ফাটল, দেবে গেছে মাটি। রাস্তা পাকাকরণের কাজে অনিয়ম ও দুর্নীতির ঘটনা তদন্ত করে দোষী ঠিকাদার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে জয়নগর, ধোপাদহ, চৌখা, নয়াপাড়া, মহিষাবাদুরিয়া, ভেবলা, ভাটারা, বাউসী এলাকার হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী পৌরসভার ওয়ার্ক এসিসট্যান্ট মোঃ শাজাহান জানান, রাস্তা ভাঙন ও ফাটল দেখা দিলে ঠিকাদার তা মেরামত করে দিবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।