তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে জুয়ার বোর্ডে ডাকাত দলের হামলায় জুয়ার বোর্ডের মালিক আব্দুল মান্নান সরকার (৫০) কে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।ঘটনাটি গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধা সাড়ে ছয়টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের কবুলীবাড়ী’র যমুনা নদীতে জেগে ওঠা চরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কুমারপাড়া গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে লিটন তালুকদার, পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের আজাহার আলী’র ছেলে খোকন মিয়া ও পিংনা নরপাড়া গ্রামের মৃত বাহেজ আকন্দের ছেলে আব্দুল মান্নান সরকার এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও আওনা, পিংনা ইউনিয়ন এবং তারাকান্দি সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ জুয়ার বোর্ড বসিয়ে দীর্ঘদিন ধরে জুয়া খেলা চালিয়ে আসছিল।পিংনা ইউনিয়নের ভূতের পাড়া ননী ঘোষের বাড়ী পাশে জুয়ার বোর্ডে বসানোর প্রতিবাদ করে আওনা ইউনিয়নের মোবারক হোসেন রাজা মেম্বার। পরে পিংনা ইউনিয়নের কবুলীবাড়ী যমুনা নদীর চরে বেশ কিছু দিন ধরে জুয়ার বোর্ড চালিয়ে আসছিল।ওই জুয়ার বোর্ডে বৃহস্পতিবার সন্ধা সাড়ে ছয়টার দিকে ডাকাত দল হামলা চালিয়ে জুয়ার বোর্ডের মালিক আব্দুল মান্নান সরকারকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে এবং লিটন তালুকদার ও খোকন মিয়াকে পিটিয়ে আহত করে নদীতে ফেলে দেয়। পরে কোনরকমে নদী সাঁতরিয়ে চলে আসে। ডাকাতরা হামলায় চালিয়ে জুয়া বোর্ড মালিক ও খেলোয়াড়দের নিকট থেকে লক্ষ টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নেয়।
জানতে চাইলে আহত আব্দুল মান্নান সরকার এর স্ত্রী রমনি সরকার জানান, আমার স্বামীকে ডাকতরা কুপিয়েছে। তাকে ভূয়াপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করীম জানান,এ বিষয়ে আমি কিছু জানিনা। বিষয়টি পূর্বে অবগত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতাম।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।