তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি :
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এর নির্দেশনায় উপজেলা পরিষদের অর্থায়নে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আজ বুধবার (২২এপ্রিল)করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জন্য ‘বুথ’ এর উদ্বোধন করা হয়েছে।
এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজি মোহাম্মদ রফিকুল হক,আবাসিক মেডিকেল অফিসার(ভারপ্রাপ্ত) ডা. দেবাশীষ রাজবংশী,ডা. সাহেদুর রহমান,ডা. সাইফুর রহমান সোহান,ডা. আরিফুল ইসলাম,ডা. রবিউল ইসলাম,ডা. মুনতাছির রহমান,ডা. নাঈমা নাজরিন,তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি সাখাওয়াত হোসেন মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ বলেন,তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এর নির্দেশনায় করোনা ভাইরাস মোকাবেলায় সকলের সহযোগিতায় কাজ করছি।এর পাশাপাশি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে জনসাধারণের নিকট থেকে বেশি করে স্যাম্পল কালেকশন ও ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহে এ বুথ এর উদ্বোধন করা হলো।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।